QURAN (Surah Ad-Doohah (Released in Mecca), Verse Number 11)


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


وَالضُّحَى
01
শপথ পূর্বাহ্নের,


وَاللَّيْلِ إِذَا سَجَى
02
শপথ রাত্রির যখন তা গভীর হয়,


مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى
03
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।


وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى
04
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।


وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى
05
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।


أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى
06
তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।


وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى
07
তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।


وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى
08
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।


فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
09
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;


وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
10
সওয়ালকারীকে ধমক দেবেন না।


وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
11
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।

Post a Comment

أحدث أقدم