QURAN (Surah Maun (descended in Mecca), verse number 7)


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ

আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?


فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ

সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়


وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ

এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।


فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

অতএব দুর্ভোগ সেসব নামাযীর,


الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;


الَّذِينَ هُمْ يُرَاؤُونَ

যারা তা লোক-দেখানোর জন্য করে


وَيَمْنَعُونَ الْمَاعُونَ

এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।


x

Post a Comment

أحدث أقدم