আদম (আঃ)

                           আদম  (আঃ)


আদম ( আরবিآدم‎‎) কুরআনে বর্ণিত ইসলাম ধর্মের প্রথম মানুষ, প্রথম পয়গম্বর বা নবী। তার পাঁজর থেকে তাঁর স্ত্রী হাওয়া (আঃ) সৃষ্টি করেছেন মানবজাতির মা হিসেবে।
আদম
আলাইহি ওয়াস-সালাম -
 ( عليه السلام )
Adem (Adam)1.png
আদম নামটি ইসলামী লিপিবিদ্যা লেখা; তাঁর উপর শান্তির পথ অণুসরণ করে
স্থানীয় নামʾআদম - آدم
যে জন্য পরিচিতপ্রথম মানুষ
দাম্পত্য সঙ্গীহাওয়া - حواء
সন্তানহাবিল এবং কাবিল - هابيل ,قابيل


কোরআনের বর্ননা অণুযায়ী আল্লাহ পৃথিবীর প্রথম মানব হিসেবে হযরত আদম আঃ কে সৃষ্টি করেন। আর তাঁকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে আল্লাহর খলীফা নিয়োগ করা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে জানালেন যে তিনি পৃথিবীতে তাঁর প্রতিনিধি নিয়োগ দিতে যাচ্ছেন তখন ফেরেশতাগণকে বললেন, "আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি। তখন ফেরেশতাগণ বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যিনি দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা প্রতিনিয়ত আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি যা জানি, তোমরা তা জান না।" অতঃপর, আল্লাহ পাক আদমকে স্বহস্তে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটি থেকে সৃষ্টি করলেন।সৃষ্টি

উপাধি

সাফিউল্লাহ

আদমকে সাফিউল্লাহ উপাধি দেওয়া হয় (আরবি{{{1}}}‎‎, যার অর্থ হল: আল্লাহর পছন্দ) ইসলামে 









































                                                                                                                                       তথ্যসূত্রঃ উইকিপিডিয়া






Post a Comment

Previous Post Next Post