QURAN(Surah Quraish (descended in Mecca), verse number 4)


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


لِإِيلَافِ قُرَيْشٍ

কোরাইশের আসক্তির কারণে,


إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ

আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।


فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ

অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার


الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ

যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

Post a Comment

Previous Post Next Post