QURAN(Surah Jiljal (descended from Madinah), verse number 8)


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
01
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,


وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
02
যখন সে তার বোঝা বের করে দেবে।


وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
03
এবং মানুষ বলবে, এর কি হল ?


يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
04
সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,


بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا
05
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।


يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
06
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।


فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
07
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে


وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
08
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।



Post a Comment

Previous Post Next Post